চাকরি

সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে কর্মবিরতিতে জাবি শিক্ষকরা

সর্বজনীন পেনশন স্কিম ‘প্রত্যয়’ বাতিলের দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষকরা। মঙ্গলবার (২৫ জুন) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন শিক্ষকরা। 

এদিন দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সামনে ১ ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এ সময় বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শ্রেণি কার্যক্রম বন্ধ ছিল।

জাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোতাহার হোসেন বলেন, গত দুই মাস ধরে নানা কর্মসূচির মধ্য দিয়ে দাবি আদায় না হওয়ায় আমরা অর্ধদিবস কর্মসূচি দিতে বাধ্য করেছি। দাবি আদায় না হলে আমরা ১ জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতিতে যাব। কারণ এই প্রত্যয় স্কিম বৈষম্যমূলক। আমরা তো নতুন কিছু চাই না, আমরা যেখানে ছিলাম সেখানেই থাকতে চাই। আর সুপারগ্রেড তো অনেক আগের দাবি। যদি এই স্কিম সার্বজনীনই হয়ে থাকে তবে কেন শুধু শিক্ষকদেরকে আলাদা করা হলো। সরকারকে বুঝতে হবে শিক্ষকদের পিঠ যদি দেয়ালে ঠেকে যায় তাহলে তারা সর্বাত্মক আন্দোলনে যেতে বাধ্য হবে। সরকার যত দ্রুত আমাদের দাবি মেনে নেবে তত দ্রুত আমরা ক্লাসে ফিরে যাব। সর্বাত্মক কর্মবিরতি চলাকালে শিক্ষকরা হলের প্রভোস্ট, লাইব্রেরি, পরীক্ষা নিয়ন্ত্রক অফিস কোথাও দায়িত্ব পালন করবেন না।

এর আগে, গত ৬ জুন জাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শাহেদ রানা সাক্ষরিত এক বিবৃতিতে সর্বজনীন পেনশন স্কিম ‘প্রত্যয়’ বাতিলের দাবিতে কর্মসূচি ঘোষণা করা হয়।

বিবৃতিতে বলা হয়, অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেড বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামো প্রবর্তনের দাবিতে ২৫, ২৬, ও ২৭ জুন অর্ধ দিবস কর্মবিরতি পালন করা হবে। তবে এ সময় পরীক্ষা সমূহ কর্মবিরতির আওতামুক্ত থাকবে। আগামী ৩০ জুন পূর্ণ দিবস কর্ম বিরতি পালন করা হবে। এদিনও পরীক্ষা সমূহ কর্মবিরতির আওতামুক্ত থাকবে। তবে ১ জুলাই থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত সর্বাত্মক কর্মবিরতি পালন করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button