মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

কুষ্টিয়ার মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সীমানা প্রাচীর সংলগ্ন অ্যাম্বুলেন্স গ্যারেজের পেছন থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (আনুমানিক ৬৫ বছর) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ আগস্ট) দুপুরে মিরপুর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং ইনচার্জ জেসমিন আক্তার মানবকণ্ঠকে জানান, গত ২ আগস্ট রাত সাড়ে আটটার দিকে অজ্ঞাত কয়েকজন যুবক ওই নারীকে হাসপাতালে ভর্তি করেন। তখন তার পরিচয় জানা যায়নি। পরে তিনি নিজের নাম শাহানা বলে জানান, তবে আর কোনো তথ্য দিতে পারেননি। পরদিন ৩ আগস্ট দুপুর ১২টার দিকে তাকে হাসপাতালের বেডে না পেয়ে হাসপাতালের সামনের ড্রেনে খুঁজে পাওয়া যায়। হাসপাতালের কর্মীরা তাকে পুনরায় হাসপাতালে নিয়ে চিকিৎসা ও খাবারের ব্যবস্থা করেন। কিন্তু ৪ আগস্ট সকাল থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
মিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পীযূষ কুমার মানবকণ্ঠকে জানান, বুধবার সকালে আবাসিক মেডিকেল অফিসারের মাধ্যমে হাসপাতালের প্রাচীরের পাশে মরদেহের খবর পেয়ে তাৎক্ষণিক মিরপুর থানায় জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে মানবকণ্ঠকে জানান, হাসপাতাল কর্তৃপক্ষের খবর পেয়ে দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এক থেকে দুই দিন আগে ওই নারীর মৃত্যু হয়েছে। অতিরিক্ত বৃষ্টির কারণে হাসপাতালের জলাবদ্ধ পানিতে মরদেহটি থাকায় শরীরের কিছু অংশ পচে গেছে।
তিনি আরও জানান, নিহত নারী কয়েকদিন আগে হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ ও পরিচয় নিশ্চিত করতে তদন্ত চলছে।