অন্যান্য

ঝড় তুলেছে ‘রাজকুমার’র ‘বরবাদ’

ঈদের সিনেমা ‘রাজকুমার’। সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহ রয়েছে বেশ। অথচ এর একটি পোস্টার আর গান ছাড়া তেমন কোনো ঝলকই সামনে এসেনি। এটি ঘিরে দর্শক চাহিদার মূলে আছেন শাকিব খান! শাকিবিয়ানরা যেন বড় কোনো চমকের অপেক্ষায় ছিল।

অবশেষে তা প্রকাশ্যে এসেছে গতকাল মঙ্গলবার সন্ধ্যায়। প্রকাশ হয়েছে সিনেমার দ্বিতীয় গান ‘বরবাদ’। এটি লেখার পাশাপাশি সুর-সংগীত করেছেন প্রিন্স মাহমুদ। আর গানটি গেয়েছেন নতুন গায়ক আলিফ। গানটি ঘিরে প্রত্যাশার কারণ, গেল বছর প্রিন্স মাহমুদের সুর-সংগীতেই শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমায় ঝড় তুলেছিল ‘ঈশ্বর’ গানটি।

এবারও ব্যতিক্রম হয়নি ‘বরবাদ’র বেলায়। মুক্তির কয়েক ঘন্টা ব্যবধানেই ইউটিউবে প্রায় ৯ লাখ আর শাকিব খানের ফেসবুকে ১০ লাখের বেশি গানটি দেখা হয়েছে। ‘বরবাদ’র দৃশ্যে ফুটে উঠেছে মার্কিন নায়িকা কোর্টনি কফির সঙ্গে শাকিবের প্রেমময় রসায়ন। রয়েছে বিরহের আঁচও।

গানটি প্রসঙ্গে প্রিন্স মাহমুদ বলেন, ‘এটাও ভালবাসার গান। যারা ভালোবাসায় আছেন, তারা বরবাদ হয়ে যাবেন এমন কিছু কথা আছে। সেই সঙ্গে সুর ও গায়কী। আলিফের দরাজ কণ্ঠ। গানের সঙ্গে চিত্রায়ন একেবারে একাত্ম হয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘গানের কথা ও সুরে নব্বই দশকের সঙ্গে এ সময়ের মেলবন্ধন আছে। যেমনটি সাধারণত আমার গান হয়। চিত্রায়নে শাকিব খানের দুর্দান্ত পারফর্ম্যান্স গানের সঙ্গে মিশে গেছে। গানের মধ্যে নাটকীয়তা আছে। আমার প্রবল বিশ্বাস, এই গানটিও দর্শক-শ্রোতার মনে গেঁথে যাবে।’

উল্লেখ্য, ‘রাজকুমার’ পরিচালনা করেছেন হিমেল আশরাফ। তিনিই গেল বছর ব্লকবাস্টার হিট সিনেমা ‘প্রিয়তমা’ বানিয়েছেন। নতুন সিনেমায় শাকিবের নায়িকা যুক্তরাষ্ট্রের কোর্টনি কফি। প্রযোজনায় ভার্সেটাইল মিডিয়া। ঈদের দিন থেকে দেশজুড়ে প্রেক্ষাগৃহে চলবে সিনেমাটি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button