খেলাধুলা

৫ বছরের জন্য নিষিদ্ধ বাংলাদেশি স্পিনার

পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন সোহেলি আক্তার। বাংলাদেশি নারী ক্রিকেটারের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ পাওয়ায় তাকে এই শাস্তি দিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। গতকাল থেকেই তার শাস্তি কার্যকর হয়েছে।আইসিসির অ্যান্টি-করাপশন কোডের পাঁচটি ধারা লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে সোহেলির নামে।
দুর্নীতি দমন কমিশনের কাছে নিজের অপরাধ স্বীকারও করেছেন তিনি। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে বাংলাদেশ দলের এক ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিলেন ৩৬ বছর বয়সী অফ স্পিনার।প্রস্তাব গ্রহণ করলে বড় অঙ্কের টাকা পেতেন বিশ্বকাপের স্কোয়াডে থাকা সেই নারী ক্রিকেটার। তবে সোহেলির লোভনীয় প্রস্তাবে রাজি না হয়ে টিম ম্যানেজমেন্টকে জানিয়ে দেন তিনি।

পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসির দুর্নীতি দমন বিভাগকে অবহিত করে। সেই ঘটনার তদন্ত শেষে আজ সোহেলিকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি।

বাংলাদেশ দলের হয়ে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি সোহেলি। ২০১৩ সালে ভারতের বিপক্ষে অভিষেক হওয়া অফ স্পিনার সব মিলিয়ে সীমিত সংস্করণের ম্যাচ খেলেছেন ১৫টি।

ছোট এই ক্যারিয়ারে ১১ উইকেটের বিপরীতে ৬ রান করেছেন। আর বাংলাদেশের হয়ে সর্বশেষ ২০২২ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি খেলার সুযোগ পান। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button