খেলাধুলা
অ্যান্ডারসনের বিদায়ী টেস্টে বড় জয় ইংল্যান্ডের
লর্ডসের গ্যালারি থেকে থেকে ভেসে আসছে করতালির কলতান, সতীর্থরাও যোগ দিলেন তাতে। যে বাইশগজে এতদিন রাজ করেছেন, বিদায়বেলায় একটু আবেগী কী হলেন অ্যান্ডারসনও! ভেজা চোখ আর সেই মাথার ক্যাপটা উঁচিয়ে ধরে যেন বলে গেলেন, মনে রেখো, আমিও ছিলাম তোমাদেরই মাঝে।
টেস্ট ইতিহাসের সফলতম এই পেসারের আন্তর্জাতিক বিদায়ের ম্যাচ বড় জয়ে রাঙাল ইংল্যান্ড। লর্ডস টেস্টে ক্যারিবীয়দের ইনিংস ও ১১৪ রানে হারাল বেন স্টোকসরা।