বিশ্বকাপ বাছাইয়ের জন্য আর্জেন্টিনার শক্তিশালী দল ঘোষণা

নিউজ ডেস্ক
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুই ম্যাচকে সামনে রেখে বড় স্কোয়াড ঘোষণা করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
কোচ লিওনেল স্কালোনি বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে ২৯ সদস্যের দল প্রকাশ করেছেন।
দলে জায়গা পেয়েছেন তরুণ প্রতিভা ক্লদিও এচেভেরি, অ্যালান ভারেলা এবং হোসে ম্যানুয়েল লোপেজ। তবে স্কোয়াডে নেই ফাকুন্দো মেদিনা ও আনহেল কোরেয়া।
কলম্বিয়ার বিপক্ষে লাল কার্ড দেখে দুই ম্যাচ নিষিদ্ধ হওয়ায় বাইরে আছেন এনজো ফার্নান্দেজ। চোট কাটিয়ে এখনো পুরোপুরি ফিট না হওয়ায় ফিরতে পারেননি লিসান্দ্রো মার্টিনেজ।
১০ দলের মধ্যে ৩৫ পয়েন্ট নিয়ে অনেক আগেই লাতিন অঞ্চলের প্রথম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তাই ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে শেষ দুই ম্যাচ মূলত নিয়মরক্ষার। তবে এই সুযোগে নতুনদের যাচাই-বাছাই করতে চাইবেন স্কালোনি।
আর্জেন্টিনার স্কোয়াড
গোলরক্ষক
এমিলিয়ানো মার্টিনেজ, ওয়াল্টার বেনিতেজ, জেরোনিমো রুল্লি।
ডিফেন্ডার
ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মোলিনা, গঞ্জালে মন্টিয়েল, লিওনার্দো বালের্দি, হুয়ান ফয়থ, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কোস অ্যাকুনা, হুলিও সোলার।
মিডফিল্ডার
অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এক্সেকুয়েল প্যালাসিওস, অ্যালান ভারেলা, লিয়ান্দ্রো পারেদেস, থিয়াগো আলমাদা, নিকোলাস পাজ, রদ্রিগো ডি পল, জিওভানি লো সেলসো, ক্লদিও এচেভেরি, ফ্রাঙ্কো মাস্তাতুওনো, ভ্যালেন্তিন কারবোনি।
ফরোয়ার্ড
জিউলিয়ানো সিমেওনে, হুলিয়ান আলভারেজ, লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, হোসে ম্যানুয়েল লোপেজ।