জাতীয়

শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের দাবি সিপিবির

গাজীপুরে বিএনএস গ্রুপের দুটি কারখানা ‌‘ন্যাশনাল কেমিক্যাল ম্যানুফেকচারিং কোম্পানি লিমিটেড’ এবং ‘এবিকো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শ্রমিকদের যথাক্রমে ৫ মাস ও ৩ মাসের বকেয়া বেতন অবিলম্বে পরিশোধের দাবি জানিয়েছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)। একইসঙ্গে কারখানা দুটি চালু করারও দাবি জানিয়েছে দলটি।

বৃহস্পতিবার (১১ জুলাই) সংবাদ মাধ্যমে সিপিবির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সের পাঠানো এক বিবৃতিতে এসব দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা না দিয়ে এবং কোনো ধরনের আইন কানুনের ব্যবস্থা না করে কতিপয় মালিক একদিকে শ্রমিকদের জীবনকে চরম দুর্ভোগের মধ্যে ঠেলে দিচ্ছে, অপরদিকে উৎপাদনে নৈরাজ্য সৃষ্টি করছে। শ্রমিকরা খাদ্য, বাড়িভাড়াসহ কোনো ব্যয় মেটাতে না পেরে মানবেতর জীবনযাপন করছে। যার ফলে মানবাধিকার এবং জাতীয় স্বার্থ লঙ্ঘিত হচ্ছে।

দাবি জানিয়ে বলা হয়, শ্রমিক মেরে মালিক পোষার নীতি পরিত্যাগ করে অবিলম্বে শ্রমিক, শিল্প ও জাতীয় স্বার্থে বকেয়া বেতন পরিশোধ এবং কারখানা চালুর দাবি জানানো হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button