সারাদেশ

পটুয়াখালীতে ডাকাতির চেষ্টাকালে স্বেচ্ছাসেবক দলের নেতা আটক

পটুয়াখালীর কলাপাড়ায় ডাকাতির চেষ্টাকালে স্বেচ্ছাসেবক দলনেতা মাকসুদ মজুমদার (৩৯) ও তার সহযোগী মনির হোসেনকে (৩৭) আটক করা হয়েছে। নীলগঞ্জ ইউনিয়নের নবাবগঞ্জ গ্রামের সরকার বাড়ি থেকে তাদের আটক করে পুলিশ।

 

মঙ্গলবার (১১ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম।

 

আটককৃত মাকসুদ মজুমদার কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য ও মনির হোসেন নীলগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। উভয়েই নীলগঞ্জ ইউনিয়নের বাসিন্দা।

 

জানা গেছে, রোববার রাত ১টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে ১০ থেকে ১২ জনের একদল ডাকাত সরকার বাড়ির নীল কান্ত সরকারের ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় পার্শ্ববর্তী ঘরের লোকজন বিষয়টি টের পেয়ে ৯৯৯-এ ফোন দিলে পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায় মাকসুদ ও মনিরকে আটক করে। ডাকাতদলের বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়।

 

এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম বলেন, ‘আটককৃত মাকসুদ মজুমদার চুরি-ডাকাতির ঘটনায় আগে থেকেই পুলিশের সন্দেহের তালিকায় ছিল। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

 

এ বিষয়ে কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রুহুল আমিন ঢালী বলেন, ইতোমধ্যে নীলগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মনির হোসেনকে বহিষ্কার করা হয়েছে। আর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মাকসুদ মজুমদারকে বহিষ্কারের জন্য পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের নিকট সুপারিশ করা হয়েছে।

 

 

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button