জাতীয়

তাহিরপুরে মুদিব্যবসায়ীর নৌকায় ডাকাতি নগদ টাকাসহ মালামাল লুট হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

সুনামগঞ্জের তাহিরপুরে এক মুদিব্যবসায়ীর নৌকায় ডাকাতির ঘটনা ঘটেছে।এসময় ডাকাতরা ওই ব্যবসায়ীসহ নৌকায় থাকা লোকজনকে মারধর করে নগদ বিকাশ ও মালামালসহ প্রায় তিন লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

শুক্রবার (১৫আগস্ট)রাত আনুমানিক ৯টার সময় উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের টাঙ্গুয়ার হাওর এলাকার পুরানগাঁও বাগ নামক স্থানে এ ডাকাতির ঘটনা ঘটে।

এ ব্যাপারে ভুক্তভোগী ব্যবসায়ী কেবল দাশ বাদী হয়ে এ ডাকাতির ঘটনায় জড়িত একই উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মন্দিয়াতা গ্রামের সাইকুল ইসলামের ছেলে শালঙ্গীল মিয়া ওরফে ইয়াবা শালঙ্গীর(৩৫)সহ অজ্ঞাতনামা ৪/৫জনের বিরুদ্ধে তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ করে।

অভিযোগ সুত্রে জানাযায় শুক্রবার সারাদিন গ্রামে গ্রামে মালামাল বিক্রি করে ইঞ্জিন চালিত নৌকা যোগে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে পাটলাই নদী পথে রওয়ানা করিয়া টাঙ্গুয়ার হাওর পাড়ের পুরামগাঁও  কান্দা নামক স্থানে পৌছা মাত্রই অভিযুক্ত শালঙ্গীরসহ কয়েকজন পরিকল্পিত ভাবে তাদের ব্যবসায়িক নৌকা আটক করিয়া,ব্যবসায়ী কেবল দাশসহ সাথে থাকা লোকজন কে হাতে-পায়ে রশি দিয়ে বেঁধে অতর্কিত আক্রমণ শুরু করে।

এই সময় অভিযুক্ত শালঙ্গীরের হাতে থাকা কাঠের রুইল নিয়া কেবল দাশের পিতা সাক্ষী রতি চন্দ্র দাশ এর বাম পায়ে হাঁটুর উপরি ভাগে বারি মারিয়া মারাত্মক জখম করে।

এবং অভিযুক্ত শালঙ্গীরের সাথে থাকা অন্যান্যরা বাদী কেবল দাশ সহ তার সাথে থাকা লোকজন কে বিভিন্ন স্থানে জখম করে।নৌকায় থাকা বিভিন্ন প্রকার সিগারেট,চিনি,ডিজেল,সোলার সহ মোট এক লক্ষ আটান্ন হাজার দুইশত টাকার মালামাল লুট করে এবং সারাদিন মালামাল বিক্রির সাথে থাকা আশি হাজার টাকা ও বিকাশে থাকা যাহার নাম্বার

(০১৭৬৪৩৯৫১৯৯)

তিন হাজার সাত শত টাকা নিয়া নেয়।

স্থানীয় অনেকেই জানায় এই শালঙ্গীর গংরা চাঁদাবাজি ডাকাতি সহ ইয়াবা সেবনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড দীর্ঘদিন ধরে করে আসলেও তাদের বিরুদ্ধে আইনানুগ কোন ব্যবস্থা এখন পর্যন্ত না নেওয়ায় ওরা দিনের পর দিন বেপরোয়া হয়ে উঠছে।

এ ব্যাপারে অভিযুক্ত শালঙ্গীরের মোবাইল ফোনে একাধিকবার ফোন করলেও তার ফোন বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।

মামলার বাদী ভুক্তভোগী কেবল দাশ বলেন আমরা দীর্ঘদিন ধরে নৌকায় করে করে গ্রামে গ্রামে মুদিমালের ব্যবসা করে আসছি,এরই ধারাবাহিকতায় গতকাল সারাদিন গ্রামে গ্রামে মালামাল বিক্রি করে রাত আনুমানিক ৯টার সময় পুরানগাঁও এর কাছে আসতেই আমাদের নৌকা আটকিয়ে আমাদের মারধর করে নগদ টাকাসহ মালামাল লুট করে নিয়ে যায়,এই সময় আমরা শালঙ্গীর কে চিনতে পেরেছি।

এ ব্যাপারে তাহিরপুর থানা অফিসার ইনচার্জ ওসি দেলোয়ার হোসেন বলেন আমি থানার বাহিরে থানায় গিয়ে বিষয়টি জেনে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button