ঈশ্বরদীতে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

মোঃ রাকিব বিশ্বাস
পাবনা জেলা প্রতিনিধিঃ
নানা আয়োজনের মধ্য দিয়ে ঈশ্বরদীতে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১১টায় ঈশ্বরদী উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে পৃথক পৃথক কর্মসূচি পালন করা হয়।
সকালে কর্মকারপাড়া মাতৃ মন্দির হতে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় হিন্দু মহাজোট, বাংলাদেশ ব্রাক্ষ্মন সংসদসহ সনাতন ধর্মালম্বিদের বিভিন্ন সংগঠন ব্যানার নিয়ে অংশগ্রহন করে।
মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সুবির কুমার দাশ। বিশেষ অতিথি ছিলেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার। সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনিল চক্রবর্তি।
এসময় উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গনেশ সরকার, হিন্দু মহাজোট উপজেলা কমিটির সভাপতি আশুতোষ পাল, সম্পাদক দেবদুলাল রায়, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গোপাল অধিকারী, পূজা পরিষদেন যুগ্ম সম্পাদক মিলন কর্মকার, মৌবাড়ি ও ঠাকুরবাড়ি বারোয়ারী মন্দির কমিটির সাধারণ সম্পাদক রাজেশ কুমার সরাফ, কোষাধ্যক্ষ প্রবীর বিশ্বাস, বার্ষিকী সম্পাদক বিকি আগারওয়াল, মাধব পাল, পৌর হিন্দু মহাজোটের সম্পাদক সুমন সাহা, ব্রাক্ষ্মন সংসদের বিনয় চক্রবর্তিসহ বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
শোভাযাত্রা শেষে দুপুরে কর্মকারপাড়া মাতৃ মন্দিরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।