জাতীয়

‘আজ আম্মু কাঁদবে আর বলবে মুগ্ধটা আর বাড়ি ফিরবে না’

শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। গত বছর জুলাই অভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধকে ছাড়া এটিই পরিবারের প্রথম রোজা। শনিবার দিবাগত মধ্যরাতে ভাইকে নিয়ে একটি আবেগঘন পোস্ট করেছেন শহীদ মীর মুগ্ধের ভাই মীর স্নিগ্ধ। তিনি লিখেছেন, ‘আজকে ইফতারের সময় আম্মু কাঁদবে, অবশ্যই কাঁদবে আর বলবে, আমার মুগ্ধটা আর বাড়ি ফিরবে না।
মীর স্নিগ্ধ লিখেছেন, সবাই পোস্ট দিচ্ছে, ‘ইফতারের মূল ইনগ্রিডিয়েন্স হলো পরিবার!’ আমার পরিবারটা তো আর কখনো পরিপূর্ণ হবে না।তিনি লিখেছেন, বিগত বছরগুলোতে আম্মুকে দেখতাম মুগ্ধর খুলনা থেকে আসার জন্য অপেক্ষায় প্রতিটি ইফতারের সময় বলতো কী দিয়ে জানি ইফতার করতেছে খুলনাতে। আর যখন (মুগ্ধ) আসতো আম্মুর মুখে একটা হাসি লেগেই থাকতো। স্পেশাল আইটেম রেডি করতো।
মুগ্ধর সামনেই আমরা কতো আম্মুকে খেপাতাম এই বলে যে, তোমার প্রিয় ছেলে আসছে এখন তো ভালো ভালো রান্না করবাই।মীর স্নিগ্ধ লিখেছেন, ‘আমি জানি আজকে ইফতারের সময় আম্মু কাঁদবে, অবশ্যই কাঁদবে আর বলবে আমার মুগ্ধটা আর বাড়ি ফিরবে না।হাজারটা সন্তানের মা আজকে কাঁদবে, এবং এই কান্না থামানো কারো পক্ষে সম্ভব না। ওপারে ভালো থাকুক সব শহীদরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button