জাতীয়

পবিত্র রমজান মাস শুরু, ২৭ মার্চ রাতে পবিত্র শবেকদর

বছর ঘুরে আবার এলো পবিত্র রমজান মাস। গতকাল শনিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা গেছে। আজ রবিবার প্রথম রোজা। আগামী ২৭ মার্চ বৃহস্পতিবার দিবাগত রাতে পবিত্র শবেকদর পালিত হবে।
অত্যন্ত বরকতমত এই মাসের জন্য সারা বছর প্রতীক্ষায় থাকেন ধর্মপ্রাণ মুসলমানরা। রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজানেই পবিত্র কোরআন অবতীর্ণ হয়। রমজান মাসে প্রতিদিন সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহারবঞ্চিত থেকে সংযমের মাধ্যমে মহান আল্লাহর অনুগ্রহ কামনা করেন ধর্মপ্রাণ মুসলমানরা।গতকাল বাদ মাগরিব জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসে।
 

রবিবার ২ মার্চ থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। সেই হিসাবে ২৭ মার্চ বৃহস্পতিবার দিবাগত রাতে পবিত্র শবেকদর পালিত হবে।

পবিত্র রমজান উপলক্ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন। গতকাল এক বাণীতে তিনি বলেন, ‘আসুন, পবিত্র মাহে রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগবিলাস, হিংসা-বিদ্বেষ, উচ্ছলতা ও সংঘাত পরিহার করি এবং জীবনের সর্বস্তরে পরিমিতিবোধ, ধৈর্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজানের পবিত্রতা রক্ষা করি।’

একইভাবে পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের মুসলিম উম্মাহকে আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তাঁরা পবিত্র এই মাসে আত্মসংযমের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি, মহান আল্লাহর সন্তুষ্টি, নৈকট্য ও ক্ষমা লাভের অপূর্ব সুযোগ কাজে লাগানোর আহবান জানান। দেশবাসীকে পবিত্র রমজানের পবিত্রতা রক্ষাসহ ধনী-গরিব সবার মাঝে পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করার আহবান জানান।এ ছাড়া রমজানের পবিত্রতা বজায় রাখার আহবান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের দোসরদের সব চক্রান্ত-ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। শান্তি-স্বস্তির নতুন বাংলাদেশ গঠিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন-সংগ্রাম চালিয়ে যেতে হবে। ফ্যাসিবাদের দোসর অসৎ ব্যবসায়ীরা নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও ইফতারসামগ্রীর মূল্য বৃদ্ধি করার সুযোগ যেন না পায়, সে বিষয়ে অন্তর্বর্তী সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button