কুষ্টিয়া
মিরপুর উপজেলা শিক্ষকদের উদ্যোগে মহা সমাবেশ ও সচিবালয় অভিমুখে পদযাত্রা

সাবেক শিক্ষা উপদেষ্টা এবং বর্তমান পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ মহোদয়ের ঘোষণা অনুযায়ী
শতভাগ উৎসবভাতা, সরকারি নিয়মে বাড়িভাড়া, চিকিৎসাভাতা, শ্রান্তি বিনোদন ভাতা, সার্বজনীন বদলি চালু, কমিটি গঠন প্রক্রিয়ার সংস্কার এবং এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে আগামী ১৩ আগস্ট ২০২৫, বুধবার সকাল ১০টা থেকে ঢাকার জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে মহা সমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাবেশ শেষে সচিবালয় অভিমুখে পদযাত্রা অনুষ্ঠিত হবে।
এ কর্মসূচির আয়োজন করেছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট।
মিরপুর উপজেলা শিক্ষকগণও এ দাবির প্রতি সমর্থন জানিয়ে ব্যাপক উপস্থিতির আহ্বান জানিয়েছেন।
আয়োজকরা জানিয়েছেন, শিক্ষকদের ন্যায্য প্রাপ্য ও জীবনের মান উন্নয়নের স্বার্থে এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করা হবে এবং সরকারের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হবে।