জাতীয়

যাদের মাঠে কোনো জনসমর্থন ও অস্তিত্ব নেই তারাই পিআর পদ্ধতিতে নির্বাচন চায় ঈশ্বরদীতে — হাবিবুর রহমান হাবিব

মোঃ রাকিব বিশ্বাস

পাবনা প্রতিনিধি,

বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব বলেছেন, যাদের মাঠে কোনো জনসমর্থন ও অস্তিত্ব নেই তারাই পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। দেশের জনসাধারণ এ পদ্ধতি চায় না। মানুষ প্রচলিত ধারায় সুষ্ঠু অবাধ নিরপেক্ষ শান্তিপূর্ণ একটি নির্বাচন দেখতে চায়। তারা তাদের পছন্দের প্রার্থীকে নির্ভয়ে ভোট দিয়ে নির্বাচিত করতে চায়।

তিনি বলেন, একদল গণভোট না হলে নির্বাচনে যাবে না, আরেকদল পিআর না হলে নির্বাচনে যাবে না-অথচ তারা সব আসনেই প্রার্থী ঘোষণা করে দিয়েছে। মসজিদে মসজিদে প্রচারণা শুরু করে দিয়েছে, ঘরে ঘরে প্রচারণা শুরু করে দিয়েছে যদি দাঁড়িপাল্লায় ভোট দাও তাহলে বেহেশতে নিয়ে যাবো। জামায়াত একটি মিথ্যাবাদী, প্রতারক, মোনাফেকের দল।

পাবনার ঈশ্বরদী উপজেলার রুপপুর বিবিসি বাজারে পাকশী ইউনিয়ন বিএনপি আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গৌরব ঐতিহ্য সংগ্রাম এবং সাফল্যের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পাকশী ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ঈশ্বরদী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তুহিন।

উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানবীর হাসান সুমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার, সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন বিশ্বাস, সাবেক সদস্য সচিব আজমল হোসেন সুজন, উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক এনামুল হক, ঈশ্বরদী পৌরসভার সর্বশেষ ধানের শীষের প্রার্থী রফিকুল ইসলাম নয়ন, উপজেলা কৃষক দলের আহবায়ক মোঃ পাঞ্জু সরদার, উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শরিফুল ইসলাম শরীফ,

উপজেলা তাঁতি দলের আহবায়ক নাফিজ আহম্মেদ আরিফ, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ছবি মন্ডল, উপজেলা জাসাসের সভাপতি নুর মোহাম্মদ বিশ্বাস, উপজেলা যুবদলের অন্যতম নেতা নয়ন রহমান চঞ্চল, পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নূরুন নবী, সাবেক ছাত্র রাজন আলী, ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার ইমন, ইব্রাহিম হোসেন, ইসমাইল হোসেন মহন, পিয়াস ও সৃজন প্রমূখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button