জাতীয়
অসহায় মানুষের খোঁজখবর নেন সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন জনি

মোঃ রাকিব বিশ্বাস
পাবনা প্রতিনিধি,
পাবনার ঈশ্বরদীতে গত রাতে পূর্বটেংরি বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে অসুস্থ সাইরন কে
দেখতে গিয়েছিলেন সাবেক ছাত্র নেতা,বারবার নির্বাচিত কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র মোঃ আনোয়ার হোসেন জনি ।
এসময় জনি বলেন
আমি কারাগারে যাওয়ার পূর্বে শারীরিক প্রতিবন্ধী সাইরন কে ভাতার কার্ড করে দিয়েছিলাম। কারাগারে যাওয়ার পরে উপজেলা সমাজসেবা অফিসের লোকজন উনার ভাতার কার্ডটি নিয়ে নিয়েছে। সায়রন বর্তমানে সুস্থ আছে সবাই উনার জন্য দোয়া করবেন। মহান আল্লাহ তায়ালা যেন সায়রন কে সুস্থ রাখেন.এসময় কাউন্সিলর আনোয়ার হোসেন জনি এলাকাবাসীর খোঁজ খবর নেন।