শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা কমিটির সাথে পুলিশের মতবিনিমময় সভা

অভিশেখ চন্দ্র রায়,
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার থানা পুলিশের আয়োজনে ৫৫ টি পূজা মন্দিরের সভাপতি, সম্পাদকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ) সকাল ১১টায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরশেদুল হক এর সভাপতিত্বে থানা চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
এসময় উপস্থিত ছিলেন এসপি সার্কেল স্নেহাশীষ দাস ,
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক অমেন্দ্র মালাকার, রাজেন্দ্র নাথ রায়,সদস্য সচিব হরিমোহন রায়,বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য ফ্রন্টের সভাপতি গৌরহরি বসাক সম্পদ চন্দ্র রায় সদস্য পূজা উদযাপন যুক্ত ফ্রন্ট প্রমূখ। আরো উপস্থিত ছিলেন প্রতিটি পূজা কমিটি সভাপতি সম্পাদক ও সদস্য বৃন্দ ।
এএসপি স্নেহাশীষ দাস বলেন , নিরাপত্তা নিশ্চিতে ও নিজ নিজ ধর্ম সুষ্ঠুভাবে পালনে আইনশৃঙ্খলা রক্ষায় রাণীশংকৈল থানা পুলিশ সবসময় সর্তক রয়েছে। থানা পুলিশের পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপ এলাকায় সর্বোচ্চ আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।
আপনাদের যদি কোন সমস্যা মনে হয় আমার নাম্বারে, থানার ওসির নাম্বার ,বিট পুলিশের নাম্বার, সাথে সাথে ফোন দিবেন আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব, তার পাশাপাশি সকলের সহযোগিতা কামনা করেছেন।