রাজশাহী জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন

মোঃ তানজিলুল ইসলাম লাইক
রাজশাহী জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি টিটু, সম্পাদক দিলীপ
সভাপতি নির্বাচিত আল-আমিন সরকার টিটু, সাধারণ সম্পাদক আব্দুর রউফ দিলীপশান্তিপূর্ণ পরিবেশে রাজশাহী জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে আল-আমিন সরকার টিটু এবং সাধারণ সম্পাদক পদে আব্দুর রউফ দিলীপ নির্বাচিত হয়েছেন।
২ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ৪টা পর্যন্ত নগরীর আলুপট্টির মোড়স্থ পদ্মা কমিউনিটি সেন্টারে (সচ্ছ টাওয়ারের সামনে) এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোটকেন্দ্রে শৃঙ্খলাবদ্ধ পরিবেশে ভোট প্রদান করেন সমিতির সদস্যরা।
ফলাফল ঘোষণার পর বিজয়ী আল-আমিন সরকার টিটু বলেন, “আমাকে যে আস্থা ও ভালোবাসা দিয়ে সভাপতি নির্বাচিত করেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আমরা চেষ্টা করব সমিতির সকল সদস্যের স্বার্থ সংরক্ষণে কাজ করার।’’
সাধারণ সম্পাদক নির্বাচিত আব্দুর রউফ দিলীপ বলেন, “আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। গাড়ির মালিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও সমস্যার সমাধানে সবসময় পাশে থাকব।”
এসময় উপস্থিত সদস্যরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং মালিকদের দীর্ঘদিনের নানা সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবে।