ঐতিহ্য ফিরিয়ে দিতে তালতলায় শতাধিক তাল গাছের চারা রোপন

পাবনা জেলা প্রতিনিধিঃ
মোঃ রাকিব বিশ্বাস
পাবনার ঈশ্বরদীতে নামের ঐতিহ্য ফিরিয়ে দিতে তালতলায় তাল গাছের চারা রোপন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পড়ন্ত বিকালে সমকাল সুহৃদ সমাবেশ ও সবুজ পৃথিবীর আয়োজনে তালের চারা রোপন কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক সুবীর কুমার দাশ।
এ সময় সমকাল প্রতিনিধি সেলিম সরদারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ড. মো. আতাউর রহমান, পরিচালক গবেষণা, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট, ড. কে এম রেজাউল করিম, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, প্রজনন বিভাগ এবং বিভাগীয় প্রধান, ড. মো. আনিসুর রহমান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, রোগতত্ত্ব বিভাগ এবং ইনচার্জ খামার বিভাগ, ড. মো. মুনির হোসেন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান, সরেজমিন গবেষণা বিভাগ, কৃষিবিদ মোঃ আব্দুল মমিন উপজেলা কৃষি কর্মকর্তা সহ সমকাল সুহৃদ সমাবেশ ও সবুজ পৃথিবী সংগঠনের নেতৃবিন্দু ও স্থানীয়রা।
এ দিকে নামের ঐতিহ্য ফিরিয়ে দিতে তালতলায় তাল গাছের চারা রোপন, পরিবেশ রক্ষা এবং বজ্রপাতের চাপ কমাতে সমকাল সুহৃদ সমাবেশ ও সবুজ পৃথিবীর আয়োজনে এবং বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের সার্বিক সহযোগীতায় পৌর সভার বকশির চক তালতলা নামক স্থানে শত বর্ষের তালগাছ নষ্ট হওয়ায় নামের ঐতিহ্য ফিরিয়ে দিতে রেল লাইনের পাশে শতাধিক তালের চারা রোপন করা হয়।
বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের পরিচালক গবেষণা ড. মো. আতাউর রহমান বলেন পিঠা, পাটালি, খির, তালের রসের সুস্বাদু খাবার। কচি তালের নরম শাস সুস্বাদু, পুষ্টিকর এবং সকলের কাছে প্রিয়। বিশেষ করে গ্রাম-বাংলায় অতীতে তাল পিঠা ছাড়া আত্মীয়তার কথা কল্পনাও করা যেত না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক সুবীর কুমার দাশ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায়, তাল গাছ থেকে রক্ষা পায়। সেই সঙ্গে তালগাছ থেকে তাল ও রস পায়। পাখিরা নিরাপদ আশ্রয় পাবে। এলাকায় সুন্দর পরিবেশ তৈরি হবে।