গোমস্তাপুরে বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাসের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

নিজেস্ব প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের প্রধান সমন্বয়কারী এ্যাড. জনাব শামসুর রহমান শিমুল বিশ্বাসের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে রহনপুর রহমত পাড়ায় অবস্থিত ফেরদৌস রানা শান্তর বাসভবনে এ মাহফিলের আয়োজন করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি নূর আলম রিপন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জননেতা বিলায়েত আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের পৌর সেক্রেটারি জিয়াউর রহমান রানা, প্রস্তাবিত কমিটির ১ নং যুগ্ম আহ্বায়ক ফেরদৌস রানা শান্ত, পৌর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক (সদর) মোহাম্মদ আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে শিমুল বিশ্বাসের দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।