জাতীয়
বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে একাধিকবার ধর্ষণ

মোঃতানজিলুল ইসলাম লাইক
রাজশাহী জেলা প্রতিনিধিঃ
রাজশাহীর বোয়ালিয়া থানায় বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে একাধিকবার ধর্ষণ মামলার প্রধান আসামি মোঃসামিউল আলিম জয় (২৮) কে গ্রেফতার করেছে র্যাব-৫।
রোববার (২৪ আগস্ট) রাতে দুর্গাপুর থানার কুহাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতার সামিউল চারঘাট থানার মোঃ জালালের ছেলে।
র্যাব জানায়, জয় দীর্ঘদিন ধরে ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করে আসছিল। পরবর্তীতে বিয়ে করতে অস্বীকৃতি জানালে ভিকটিমের মা বাদী হয়ে বোয়ালিয়া থানায় মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার জন্য বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।