জাতীয়

মোহনপুর টিটিসিতে মালশিয়া গমনেচ্ছুক কর্মীদের স্কিলস্ প্রশিক্ষণের সনদ বিতরণ

মোঃ তানজিলুল ইসলাম লাইক
রাজশাহী জেলা প্রতিনিধি :

মোহনপুর টিটিসিতে মালয়েশিয়া গমনেচ্ছুক কর্মীদের ১৫ দিন ব্যাপী স্কিলস্ প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) বেলা ১১ টার দিকে প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়।

বাংলাদেশ থেকে মালশিয়ায় শ্রমিক প্রায় শুণ্য অভিবাসন ব্যয়ে বা বিনা টাকায় সরকারের জনশক্তি রফতানির আওয়তায় গত ৬ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত ৩৯০ জনের ১ম ধাপে ১৩১ জন এ প্রশিক্ষণের সুযোগ পেয়েছিলেন।

এসময় উপস্থিত ছিলেন, মোহনপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ গোলাম রাব্বানী, প্রশিক্ষণ শাখার ইনচার্জ সাখাওয়াত হোসেন, মোটর ড্রাইভিং ট্রেডের ইনচার্জ ইমাম হোসেন, কম্পিউটার ট্রেডের ইনচার্জ কামাল হোসেন ও প্রশিক্ষক আবু সুফিয়ান, মেশন ট্রেডের ইনচার্জ শহিদুল ইসলাম ও প্রশিক্ষক আবু রায়হান, ইলেকট্রিক্যাল ট্রেডের প্রশিক্ষক সাইফুদ্দিন শেখসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।

তারা বলেন, বিদেশ গিয়ে কাজের মাধ্যমে দেশের কল্যাণে কাজ করার জন্য সকলকে আহ্বান করছি, সেখানে গিয়ে আপনারা অবৈধ ভাবে দেশে টাকা পাঠিয়ে প্রতারিত হবেন না, ব্যাংকের মাধ্যমে বৈধ পন্থায় টাকা পাঠিয়ে আপনার টাকার সঙ্গে আরো ২.৫% টাকা পেয়ে লাভবান হতে পারবেন। এছাড়া আপনারা যেহেত্যু ক্ষতিগ্রস্থ, তাই সেখানে গিয়ে অবশ্যই কাজে মনোযোগ দিবেন।

প্রশিক্ষণ শেষে মালয়েশিয়া গামী কর্মীরা বলেন, আমরা এখানে সকলের আন্তরিকার সহিত অনেক সুন্দর ভাবে প্রশিক্ষণ সম্পূর্ণ করতে পেরেছি। আমরা মালয়েশিয়া গিয়ে কাজের মাধ্যমে নিজেরা প্রতিষ্ঠিত হবো, পাশাপাশি বাংলাদেশের কল্যাণে কাজ করবো ইনশাআল্লাহ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button