সিগারেট বাকি না দেওয়ায় দোকানদারকে কামড়ে কাঁন ছিড়ে দিলো সিগারেটখোর

কুষ্টিয়ার দৌলতপুরে বাঁকিতে সিগারেট না দেওয়ায় এক দোকানির কান কাঁমড়ে ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে এই সুমন হোসেন (২০) নামের এক যুবকের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার সকালে উপজেলার সদর ইউনিয়নের পঁচামাদিয়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের আমানুজ্জামানের (৪৫) দোকানে প্রতিবেশী আসাদুজ্জামানের ছেলে সুমন হোসেন বাঁকিতে সিগারেট নিতে গেলে দোকানি তা দিতে অস্বীকৃতি জানান।
এবং পূর্বের বাঁকির টাকা পরিশোধের কথা বলেন। এ সময় তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়।
একপর্যায়ে সুমন প্রথমে দেশীয় অস্ত্র হাঁসুয়া দিয়ে দোকানিকে আঘাতের চেষ্টা করে ব্যর্থ হন। পরে হঠাৎ দোকানির ডান কাঁনের পাতা কামড়ে ছিঁড়ে ফেলেন।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আমানুজ্জামানকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়।
পরে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করেন। আহত আমানুজ্জামান ওই গ্রামের মৃত রমজান মন্ডলের ছেলে।