জাতীয়

রাজশাহীতে শিক্ষাবোর্ড কর্মচারীর দখলে জনসাধারণের রাস্তা, এলাকাবাসীর দুর্ভোগ চরমে

মো: তানজিলুল ইসলাম লাইক,

রাজশাহী প্রতিনিধিঃ

রাজশাহী নগরীর হেতম খাঁ কলা বাগান মহল্লায় জনগণের চলাচলের নির্ধারিত রাস্তা বেআইনিভাবে দখল করে দেয়াল তুলে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মচারী জাকারিয়া হোসেন নয়নের বিরুদ্ধে।

এলাকাবাসীর অভিযোগ, সিটি কর্পোরেশন পূর্বে এই রাস্তা জনগণের চলাচলের জন্য নির্ধারণ করলেও নয়ন জোরপূর্বক দেয়াল তুলে রাস্তা আটকে দেন।

ভুক্তভোগী জানান, এ ঘটনায় তিনি ৩ আগস্ট বোয়ালিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে ৮ আগস্ট শুক্রবার থানার ওসি উভয় পক্ষকে উপস্থিত হয়ে বিষয়টি মীমাংসার আহ্বান জানান। কিন্তু সেখানে নয়ন দলবল নিয়ে গিয়ে মামলাটি কোর্টে পাঠানোর হুমকি দেয় এবং প্রকাশ্যে ওসিকে অবমাননা করে থানার কক্ষ ত্যাগ করে।

এরপর বোয়ালিয়া এসিল্যান্ড অফিসে অভিযোগ দিলে অভিযোগের ভিত্তিতে রাজশাহী বোয়ালিয়া এসি ল্যান্ড উভয় পক্ষকে নিয়ে সরকারি আমিন ও সার্ভেয়ার দিয়ে জমি মাপার সিদ্ধান্ত নিলেও, ১৭ আগস্ট নয়ন লোকজন নিয়ে বাধা সৃষ্টি করেন এবং সরকারি কর্মকর্তাদের কাজে বিঘ্ন ঘটিয়ে সার্ভেয়ারকে ফিরে যেতে বাধ্য করেন।

এলাকাবাসীর দাবি, নয়নের প্রকৃত জমি অন্যত্র হলেও তিনি জোরপূর্বক রাস্তা দখল করেছেন। জমি মাপঝোক হলে তার অবৈধ দখল প্রকাশ পেয়ে যাবে বলেই তিনি বাধা দেন।

সাবেক কাউন্সিলর আব্বাস আলী বলেন, “গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে জায়গাটি আগেই জনগণের চলাচলের রাস্তা হিসেবে নির্ধারিত হয়েছিল। কিন্তু নয়ন হঠাৎ ভোরের আযানের সময় চুপিসারে দেয়াল তুলে দেন।”

এদিকে অভিযুক্ত নয়ন অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন জায়গাটি যৌথভাবে ঘেরা হয়েছে। তবে যৌথ মালিক হিসেবে যাদের নাম তিনি উল্লেখ করেন, তাদের পরিবার এটিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে।

বিষয়টি নিয়ে এসি ল্যান্ড জানান, “সরকারি কাজে বাধা দেওয়া হয়েছে, তাই জেলা প্রশাসকের অনুমতি নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”

আইন বিশেষজ্ঞরা জানান, দণ্ডবিধির ১৮৬ ধারা: সরকারি কাজে বাধা দিলে তিন মাস পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা হতে পারে।

দণ্ডবিধির ১৮৮ ধারা: সরকারি আদেশ অমান্য করলে ছয় মাস পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা হতে পারে।

দণ্ডবিধির ৪৩০ ধারা: জনগণের চলাচলের রাস্তা বন্ধ করা জনস্বার্থবিরোধী অপরাধ।

পৌর আইন ২০০৯ (ধারা ৫৬): সিটি কর্পোরেশনের নির্ধারিত রাস্তা দখল করা শাস্তিযোগ্য অপরাধ।

এলাকাবাসী দ্রুত অবৈধ দেয়াল ভেঙে রাস্তা উন্মুক্ত করা এবং অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button