সারাদেশ

কাজী ডাকতে গেল প্রেমিক, প্রেমিকাকে নিয়ে পালাল বন্ধু- অতপর!

পিরোজপুর প্রতিনিধি

বিয়ে করার জন্য বাড়ি থেকে প্রেমিকের সঙ্গে পালিয়েছে প্রেমিকা। বন্ধুর কাছে প্রেমিকাকে রেখে কাজীকে ডাকতে যান প্রেমিক। এ সুযোগে প্রেমিকাকে নিয়ে পালিয়ে যায় ওই বন্ধুই। তবে তারা ধরা পড়ে এবং অপহরণের মামলায় বর্তমানে প্রেমিক ও তার বন্ধু কারাগারে। ঘটনাটি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ধাওয়া গ্রামের।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আব্দুল কুদ্দসের ছেলে আটোরিকশা চালক হাসান (২৯) এর সঙ্গে একই এলাকার ১৪ বছরের এক কিশোরীর প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। একপর্যায়ে হাসান ও তার প্রেমিকা পালিয়ে বিয়ের সিদ্ধান্ত নেয়। সে অনুযায়ী গত ১৭ মার্চ বন্ধু ইলিয়াস খান (২৩) তাদের বাড়ি থেকে পালাতে সাহায্য করে এবং তারা দুজনেই আসে ভান্ডারিয়া পৌরসভার ১নং ওয়ার্ডে।

সেখানে বন্ধু ইলিয়াস খানের কাছে প্রেমিকাকে রেখে কাজী আনতে যায় হাসান। এ সুযোগে ইলিয়াস বন্ধুর প্রেমিকাকে বলে হাসান তাদের যেতে বলেছে এবং ইলিয়াস বন্ধুর প্রেমিকাকে নিয়ে পালিয়ে যায়। এরপর হাসান চেষ্টা করেও প্রেমিকা ও বন্ধুর সঙ্গে যোগাযোগে ব্যর্থ হয়। গত ২১ মার্চ দুপুরে ইলিয়াস ও বন্ধুর প্রেমিকা ভান্ডারিয়া বাজারে কেনাকাটা করতে আসলে স্বজনদের কাছে ধরা পড়ে।

এ ঘটনায় স্থানীয় ওয়ার্ডের চৌকিদার জামাল আকন শুক্রবার বাদী হয়ে ভান্ডারিয়া থানায় অপহরণের মামলা করেন। মামলার দিন রাতেই হাসান ও ইলিয়াস দুজনকেই গ্রেপ্তার করে পুলিশ।

ভান্ডারিয়া থানার ওসি আহমেদ আনওয়ার বলেন, ‘কিশোরীকে অপহরণের ঘটনায় মামলা হয়েছে। সে মামলায় হাসান ও ইলিয়াসকে গ্রেপ্তার করে শনিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button