
কুষ্টিয়ার ভেড়ামারা-গোলাপনগর সড়কের বাঁকাপুল এলাকায় ইস্পাহানি কোম্পানির গাড়ি আটকিয়ে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে।
দুপুর আনুমানিক ২ টার দিকে সংঘবদ্ধ ডাকাত দল গাড়ি আটকিয়ে নগদ অর্থ ও মোবাইল ফোন ডাকাতি করে নিয়ে যায়। দিনে দুপুরে এমন ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। স্থানীয়রা জানায় এই ঘটনার সুষ্ঠ তদন্ত করে আসামিদের গ্রেফতার করতে হবে।
পুলিশ সুত্রে জানিয়েছে তারা এই ডাকাত দলের সব সদস্য কে আইনের আওতায় আনার চেষ্টা করছে।