আন্তর্জাতিক
রোজা না রেখে প্রকাশ্যে খাবার খাওয়ার অভিযোগে গ্রেপ্তার ২৫

পবিত্র রমজান মাসে রোজা না রাখার জন্য মুসলমানদের গ্রেপ্তার করছে পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার ইসলামিক পুলিশ। বিশেষ করে কানো প্রদেশে রোজার মাসে দিনের বেলা প্রকাশ্যে খাবার খেতে দেখা গেলে তাদের গ্রেপ্তার করা হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, এ বছরের রমজান মাসে ২০ জনকে রোজা না রাখার কারণে এবং পাঁচজনকে খাবার বিক্রির কারণে গ্রেপ্তার করা হয়েছে। ইসলামিক পুলিশ জানায়, গত শনিবার থেকে শুরু হওয়া এই অভিযান পুরো মাসজুড়ে চলবে।
হিসবাহর ডেপুটি কমান্ডার মুজাহিদ আমিনুদিন বিবিসিকে বলেন, ‘আমরা অমুসলিমদের বিরুদ্ধে এমন কোনো পদক্ষেপ নিচ্ছি না। রমজানের প্রতি অসম্মান আমরা কখনো সহ্য করব না।’