অন্যান্যঅপরাধঈশ্বরদী

ঈশ্বরদীতে ভ্যামমান আদালত ভেজাল খাদ্য প্রস্তুত করায় দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা আদায়

রাকিব বিশ্বাস,ঈশ্বরদী প্রতিনিধি

ঈশ্বরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা পাবনা ঈশ্বরদীতে অপরিচ্ছন্ন পরিবেশে বেকারি পণ্য উৎপাদন করায় ঢাকা কিং বেকারিকে এক লাখ ও বিসমিল্লাহ এগ্রো ফিড নামে আরেক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৩ আগষ্ট) বিকালে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ এর নেতৃত্বে উপজেলার দাশুড়িয়া রেলগেট এলাকায় ঢাকা কিং বেকারিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ জরিমানা করা হয়।

প্রতিষ্ঠানটি বিভিন্ন প্রকার বেকারি খাদ্যপণ্য উৎপাদন করে আসছিল। স্টোর রুমে বিভিন্ন খাদ্য উপকরণ ফুড কালার ও ফ্লেভার পাওয়া যায় সে গুলোর মোড়কে যথাযথ লেবেল সংযোজন অবস্থায় পাওয়া যায়নি। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা ও সিলাগালা করা হয় এবং উৎপাদনকৃত মালামাল ধ্বংস করা হয়।

অভিযান পরিচালনাকালে ঢাকা কিং বেকারি লিমিটেড কর্তৃপক্ষকে খাদ্য সংরক্ষণ ও ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে নিয়ম মানতে নির্দেশনা দেয় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ।

এর আগে, মুলাডুলি গোডাউন পাড়া এলাকায় অনুমোদনহীন বিসমিল্লাহ এগ্রো ফিড নামে একটি পশু খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে অভিযান চালায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর।

এসময় প্রতিষ্ঠানটির মালিক বিপ্লব হোসেনকে অনুমোদনহীনভাবে পশু খাদ্য বাজারজাত এবং এন্টিবায়োটিক ব্যবহার করায় মৎস্য খাদ্য ও পশুখাদ্য আইন ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করেন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার জনাব সুবীর কুমার দাশ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন ও ভেটেরিনারী সার্জন ডা. ফারুক হোসেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button