
গাজা থেকে প্রায় ১০টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হেনেছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তবে, বেশিরভাগ ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিরোধ করা হয়েছে বলে জানিয়েছে তারা। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের টুকরো আশকেলন এবং গ্যান ইয়াভনে পড়েছে, যার ফলে কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তিনজন সামান্য আহত হয়েছেন। বর্তমানে, ক্ষেপণাস্ত্রের বিস্তার এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে বিস্তারিত তথ্য পর্যালোচনা করা হচ্ছে।
এদিকে, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা অব্যাহত রয়েছে। গত দেড় বছর ধরে ইসরায়েলি বাহিনী গাজায় অভিযান চালিয়ে আসছে, যেখানে নিহত ও আহতের সংখ্যা অত্যধিক। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই অভিযানে নিহত ৫০ হাজার ৬০৯ জন, আহত ১ লাখ ১৫ হাজার ৬৩ জন, যার মধ্যে ৫৬ শতাংশই নারী ও শিশু।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা ইসরায়েলি ভূখণ্ডে অতর্কিত হামলা চালায়, এতে ১ হাজার ২০০ জন নিহত এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। এরপর থেকে ইসরায়েলি বাহিনী গাজায় অভিযান শুরু করে এবং ১৫ মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর, ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল। কিন্তু, যুদ্ধবিরতির দুই মাস না পেরুতেই ১৮ মার্চ থেকে আবার গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। দ্বিতীয় দফায় এই অভিযানে ১৫ দিনে ১ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।