শাহবাগীরা দিল্লি থেকে ফান্ডিং পেয়ে আন্দোলন করছে: নাগরিক পার্টির নেতা শিশির

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির বলেন, শাহবাগীরা দিল্লির ফান্ডিং পেয়ে আন্দোলন করেছে। শেখ হাসিনা এবং তার কিছু দোসর দিল্লিতে বসে বসে বাংলাদেশে আন্দোলন গড়ে তুলছে।
আজ বুধবার (১২ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি তার বক্তৃতায় বলেন, “আজ স্মরণ করছি আমার সহযোদ্ধাদের, যারা জুলাই বিপ্লবের শহীদ হয়েছেন। আমি বিশেষভাবে স্মরণ করছি আমার পাঁচজন সাংবাদিক ভাইকে এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। পাশাপাশি তাদের পরিবারের প্রতি সমবেদনা এবং সহমর্মিতা জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “আজকে যে বিষয়ে আমাদের এ আয়োজন মূলত তা মূলত মাল্টিমিডিয়া সাংবাদিকদের অবদান শীর্ষক। আমি যদি একটু ব্যাখ্যা করে বলি, এই আন্দোলনটা মূলত গড়ে উঠেছে মাল্টিমিডিয়া সাংবাদিকতার মাধ্যমেই, মাল্টিমিডিয়ার সাংবাদিকদের অবদানের কারণে। দুনিয়া কাঁপানো যে জুলাই বিপ্লব এবং দুনিয়াবাসীকে যে বিপ্লবের সম্পর্কে তথ্য দেওয়া এটা সবার আগে করেছে আমার মাল্টিমিডিয়া সাংবাদিক ভাইরাই এবং এই বিপ্লবের যদি বলা হয় গণমাধ্যম এর অবদান এর 95% অবদান বলতে হবে মাল্টিমিডিয়া সাংবাদিকদেরকে ।