শিক্ষা

এইচএসসির পঞ্চম দিনে বহিষ্কার ১৬, অনুপস্থিত ১৩৫৯০

এইচএসসি ও সমমানের পঞ্চম দিনের পরীক্ষায় সারা দেশে অনুপস্থিত ছিল ১৩ হাজার ৫৯০ জন পরীক্ষার্থী। আর অসদুপায় অবলম্বনের দায়ে ১৬ জনকে বহিষ্কার করা হয়েছে।  

রোববার (১৪ জুলাই) পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ এ তথ্য জানিয়েছে।

৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিল ৬ লাখ ৬৬ হাজার ২৯ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ৫ লাখ ৯৭ হাজার ৩১২ জন। অনুপস্থিত ছিল ৮ হাজার ৩১৭ জন। ৯ বোর্ডে অনুপস্থিত হার ছিল ১ দশমিক ৩৭ শতাংশ। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৮ জনকে বহিষ্কার করা হয়েছে।

অন্যদিকে কারিগরি ও মাদ্রাসা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিল এক লাখ ৯২ হাজার ৬৯৩ জন। এর মধ্যে পরীক্ষা দিয়েছে এক লাখ ৮৭ হাজার ৪২০ জন। অনুপস্থিত ছিল ৫ হাজার ২৭৩ জন। এই দুই বোর্ডে অনুপস্থিতির হার ছিল ২ দশমিক ৭৪ শতাংশ। এ ছাড়া, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৮ জনকে বহিষ্কার করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button