আন্তর্জাতিক

পাকিস্তানে ইন্টারনেটে ধীর গতির জন্য ভিপিএনকে দায়ী করছে কর্তৃপক্ষ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দী ইমরান খানের মুক্তির দাবিতে দেশটিতে চলছে আন্দোলন-বিক্ষোভ। এই পরিস্থিতিতে দেশটির ইন্টারনেটে দেখা যাচ্ছে ধীর গতি। তবে এই ধীর গতির জন্য উল্টো ব্যবহারকারীদের দায়ী করছে কর্তৃপক্ষ।

বিবিসি জানিয়েছে, পাকিস্তানের আন্দোলনকারীরা বলছেন সরকার ইন্টারনেট ফায়ারওয়াল তৈরি করে অনলাইন স্পেসের ওপর আরও নিয়ন্ত্রণ প্রয়োগ করতে চাচ্ছে। তবে কর্তৃপক্ষ এসব দাবির বিরোধিতা করে এবং উল্টো ভিপিএন (ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক) এর ব্যাপক ব্যবহার অর্থাৎ ব্যবহারকারীদের দায়ী করছে।

গতকাল রোববার ১৮ আগস্ট ইন্টারনেটে ধীর গতির বিষয়ে পাকিস্তানের তথ্যপ্রযুক্তি (আইটি) প্রতিমন্ত্রী শাজা ফাতিমা খাজা ইসলামাবাদে একটি সংবাদ সম্মেলনে বলেন, ইন্টারনেট নিয়ন্ত্রণ বা ইচ্ছাকৃতভাবে ধীর গতির করা হয়নি। তবে ভিপিএনের ব্যবহার বেড়ে যাওয়ার কারণে ইন্টারনেটের গতি প্রভাবিত হয়েছে।

 

তিনি জানান, তার দল সমস্যার সমাধানের জন্য ইন্টারনেট পরিষেবা প্রদানকারী এবং টেলিকোসের সাথে অক্লান্ত পরিশ্রম করছে। ধীর সংযোগের পিছনে রাষ্ট্রের রয়েছে এমন প্রতিবেদনগুলো সম্পূর্ণ মিথ্যা। সরকার সাইবার নিরাপত্তা উন্নত করতে সিস্টেম আপগ্রেড করছে। সাইবার আক্রমণের পরিপ্রেক্ষিতে এই ব্যবস্থা।

তবে আন্দোলনকারীরা মন্ত্রীর এই জবাবকে সাধারণ রাজনীতিবিদদের মতো সমালোচনা এড়াতে করা মন্তব্য বলে অভিযুক্ত করেছেন। তারা ইসলামাবাদ হাইকোর্টে একটি পিটিশন দাখিল করেছে এবং ইন্টারনেট অ্যাক্সেসকে পাকিস্তানের সংবিধানের অধীনে মৌলিক অধিকার হিসাবে ঘোষণা করার আহ্বান জানিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button