আন্তর্জাতিক

সমকামিতা-অনৈতিক সম্পর্ক, আফগানিস্তানে ৬৪ জনকে প্রকাশ্যে বেত্রাঘাত

আফগানিস্তানের সারি পুল প্রদেশে সমকামিতা, অনৈতিক সম্পর্ক, চুরিসহ বিভিন্ন অপরাধের দায়ে অন্তত ৬৪ জনকে প্রকাশ্যে বেত্রাঘাত করা হয়েছে। যার মধ্যে এক ডজনেরও বেশি নারী ছিলেন।

এই ৬৩ জনকে আগেরদিন মঙ্গলবার স্থানীয় তালেবান সরকার বেত্রাঘাত করে বলে জানিয়েছে ইউএনএএমএ। সংস্থাটি অপরাধীদের শারীরিক শাস্তি দেওয়া বন্ধ এবং আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান জানানোর জন্য তালেবানের প্রতি আহ্বান জানিয়েছে।

২০২১ সালের ১৫ আগস্ট আশরাফ গণি সরকারকে হটিয়ে ফের আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। ওই সময় তারা উদারপন্থি হওয়ার আশ্বাস দেয়। তবে কিছুদিন পরই অপরাধীদের মৃত্যুদণ্ড, বেত্রাঘাতসহ অন্যান্য কঠোর শাস্তি দেওয়া শুরু করে তারা।

তিনি আরও বলেছেন, আফগানিস্তানে শরীয়াহ আইন কার্যকরে তালেবান অঙ্গীকারাবদ্ধ। এছাড়া সমাজও অপরাধীদের শাস্তি চায় বলে মন্তব্য করেছেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button