আন্তর্জাতিক

নিউইয়র্কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৫

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পর্যটকবাহী একটি বাস উল্টে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। শুক্রবার (২২ আগস্ট) স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে বাফেলো থেকে প্রায় ২৫ মাইল পূর্বে পেমব্রোক এলাকার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এপি।

 

পুলিশ কর্মকর্তা আন্দ্রে রে জানিয়েছেন, ৫৪ জন যাত্রী নিয়ে বাসটি নায়াগ্রা জলপ্রপাত থেকে নিউইয়র্ক সিটির উদ্দেশে যাচ্ছিল। পথে চালক অন্যমনস্ক হয়ে পড়লে বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর বাসটি রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে অনেকে ভেতরে আটকা পড়েন এবং কেউ কেউ বাইরে ছিটকে যান। পরে উদ্ধারকর্মীরা তাদের উদ্ধার করেন।

এই বিষয়ে নিউইয়র্ক পুলিশ জানায়, বেপরোয়া গতিতে বাসটি চলছিল। দুর্ঘটনার খবর পেয়ে আটটি হেলিকপ্টার ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বাসটিতে ভারত, চীন ও ফিলিপাইনের পর্যটকরা ছিলেন। তবে কারিগরি ত্রুটির কারণে নয়, চালকের অবহেলাজনিত কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত করেছে পুলিশ। বাসের চালক বেঁচে গেছেন এবং তিনি তদন্তে সহযোগিতা করছেন বলে জানান আন্দ্রে রে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button