‘নাইট অব স্পোর্টস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠিত

গুলশান ক্লাব লিমিটেডের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ক্লাবের ‘নাইট অব স্পোর্টস এক্সিলেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠান’। ক্লাবের বিভিন্ন ক্রীড়া ইউনিটের ক্রীড়াবিদদের উপস্থিতিতে তাদের স্বীকৃতি দেওয়ার জন্য এই স্পোর্টস নাইটের আয়োজন করা হয়।
বুধবার (১২ জুন) ক্লাবের জিসিএল ভেন্যু ক্রিস্টাল প্যালেসে এ আয়োজনের প্রধান তিনটি পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মোট সাতটি ক্লাবের স্পোর্টস ইউনিট নিজ নিজ দলের পক্ষ হয়ে ক্রেস্ট গ্রহণ করে। এছাড়া, ১০ জন ক্রীড়াবিদকে তাদের কৃতিত্বের জন্য আলাদাভাবে পুরস্কার দেওয়া হয়। পাশাপাশি আটটি স্পনসরকারী প্রতিষ্ঠান পূর্বাণী গ্রুপ, সামিট গ্রুপ, আম্বার পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেড, উর্মি গ্রুপ, ডিবিএল গ্রুপ, এআইইউবি, টেকনোজিম এবং বাটারফ্লাই গ্রুপকে এমন কার্যক্রমে সমর্থন ও অংশগ্রহণের জন্য পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা ও আয়োজক ছিলেন বাটারফ্লাই মার্কেটিং লিমিটেডের স্পোর্টস অ্যান্ড ট্যুর ট্রাভেলসের ডিরেক্টর ইনচার্জ মাহবুবুল হক সুফিয়ানী।
ক্লাবের সভাপতিসহ অন্যান্য পরিচালনা পর্ষদ সদস্যরাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।