জেলার খবর
গ্রামীণ প্রবাসীদের অর্থায়নে দেড় শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

কুষ্টিয়া জেলার মিরপুর থানার অঞ্জনগাছি গ্রামে আজ, ২১ মার্চ ২০২৫ ইং, গ্রামীণ প্রবাসীদের অর্থায়নে ও ফেসবুক পেজ গ্রামীণ ফোকাস-এর তত্ত্বাবধানে দেড় শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
গ্রামীণ ফোকাসের উদ্যোগে এবং অঞ্জনগাছি গ্রামের স্বেচ্ছাসেবকদের সহায়তায় বাড়ি বাড়ি গিয়ে এসব ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হয়। ইফতার বিতরণ শেষে মহল্লার প্রায় ৩০ জন বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে নিয়ে এক বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এতে প্রবাসীদের সুস্থতা, কবরবাসীদের মাগফিরাত ও এলাকার সার্বিক কল্যাণ কামনা করা হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন অঞ্জনগাছি ছয়আনি পাড়া জামে মসজিদের খতিব আব্দুল মান্নাফ সাহেব।