
- রাণীশংকৈলে দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ,আহত ৪
ঠাকুরগাঁও রাণীশংকৈলে দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে জসিম (৩০) নামে এক জন নিহত ৪ আহত হয়েছেন।
রবিবার দুপুর ১টার দিকে রাণীশংকৈল উপজেলার নেকমরদ করনাইট নতুন বস্তি এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
নিহত জসিম উদ্দিন উপজেলার কাশিপুর ইউনিয়নে ভানোর গ্রামের সলেমান আলী ছেলে। আহতরা হলেন, মুক্তারুল ইসলাম (৩৫)।শিশু বাচ্চা সহ সুলতানা (২৮)। সঞ্জয় রায় (২৫)। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জসিম উদ্দিন, মুক্তারুল ও সুলতানা শিশু বাচ্চা সহ একটি মোটরসাইকেল যোগে বালিয়াডাঙ্গি উপজেলার উদ্দেশ্য যাচ্ছিলেন। অপর দিক থেকে আসা মটর সাইকেল আরহী সঞ্জয় রায় এর সাথে মুখোমুখি সংঘর্ষ হলে সকলে ছিটকে পরে। রাণীশংকৈল ফায়ার সার্ভিস ৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক জসিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন। সঞ্জয় রায়কে উন্নত চিকিৎসার জন্য রংপুরে রেফার করেন। মুক্তারুল ইসলাম,সুলতানা ও শিশু বাচ্চা প্রথমিক চিকিৎসা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আরশেদুল হক মুঠোফোনে বলেন,পুলিশ দূর্ঘটনাস্থল পরিদর্শন করেছে, এ পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।