
কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের আটিগ্রাম ধাপারিয়াপাড়া গ্রামে স্ত্রীকে ইট দিয়ে মাথা থেঁতলে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত মোঃ কলিম উদ্দিন, মৃত ইয়াসিন মন্ডলের ছেলে। নিহতের নাম আসমা খাতুন।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পর প্রথমে স্বামী ও তার পরিবারের সদস্যরা এটিকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেন। তারা দাবি করেন, আসমা আত্মহত্যার চেষ্টা করতে গিয়ে পড়ে মাথায় আঘাত পান। কিন্তু লাশের চেহারা দেখে পুলিশের সন্দেহ হয় এবং কলিম উদ্দিনকে আটক করা হয়।
পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি হত্যার দায় স্বীকার করেন। এ ঘটনায় মিরপুর থানায় হত্যা মামলা (মামলা নং-০৬, তারিখ ১৩/০৮/২০২৫) দায়ের হয়েছে।
গ্রেফতারের পর আসামিকে আদালতে প্রেরণ করেছে পুলিশ।