রাজশাহীতে ০২ টি বিদেশি পিস্তলসহ গ্রেফতার ০১

রাজশাহী প্রতিনিধি,
মোঃতানজিলুল ইসলাম লাইক,
রাজশাহী বাঘা উপজেলার চকছাতারি বাঘা টু আলাইপুরগামি এলাকা থেকে গত ০১ সেপ্টেম্বর
০২ টি পিস্তলসহ ১ জন অবৈধ অস্ত্র্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বাঘা থানা পুলিশের একটি টিম। এসময় ০৪ টি ম্যাগজিন ও ০৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামী হলো মোঃ নয়ন আহম্মেদ (২৫)।
সে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন উত্তর খারিজা থাক চিলমারী (বাংলা বাজার দীঘির চর) গ্রামের মৃত মামুন মন্ডলের পুত্র।
পুলিশ সুত্রে জানা যায়, রাজশাহী বাঘা থানাধীন গত ০১ সেপ্টেম্বর বেলা ১২:০০ টায় গোপন সংবাদের ভিত্তিতে চকছাতারি বাঘা টু আলাইপুরগামি পাকা রাস্তা অভিযান চালিয়ে সাদা প্লাষ্টিকের বাজারের ব্যাগটি তল্লাশি করে মাংসের সাথে কসটেপ মোড়ানো অবস্থায়
০২টি অবৈধ আগ্নেয়াস্ত্র পিস্তল, ০৪ টি ম্যাগজিন ও ৮ রাউন্ড গুলি-সহ তাকে গ্রেফতার করে।
প্রসঙ্গত উল্লেখ্য, অস্ত্র উদ্ধারের ঘটনায় অভিযুক্ত অস্ত্রকারবারি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন উত্তর খারিজা থাক চিলমারী (বাংলা বাজার দীঘির চর) গ্রামের মোঃ কালু নামের এক ব্যক্তি কৌশলে পালিয়ে যায়। পলাতক অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃতর বিরুদ্ধে বাঘা থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে।