অপরাধ

দূর্গাপুরে গাঁজা ওইয়াবাসহ মাদক ব্যাবসাহি আটক

মোঃ লাইক,
‎রাজশাহী প্রতিনিধিঃ

রাজশাহী দুর্গাপুরে পৃথক পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩  মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে (র‍্যাব-৫)। এ সময় তাদের কাছ থেকে ১ কেজি ৪০০ গ্রাম গাঁজা ও ১২০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

‎সোমবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার জয়কৃষ্ণপুর মধ্যপাড়া ও বর্ধনপুর গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

‎গ্রেফতারকৃতরা হলেন, জয়কৃষ্ণপুর মধ্যপাড়া গ্রামের রেজ্জাক আলীর ছেলে জয়নাল আলী (৪০) একই এলাকার মৃত শুকুর মোল্লার ছেলে মজনু মোল্লা (৪৫) ও বর্ধনপুর গ্রামের আব্দুল গনির ছেলে মতিউর রহমান (৩৭)।

‎র‍্যাব জানায়, গ্রেফতারকৃতরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সংঘবদ্ধ মাদক চক্রের সক্রিয় সদস্য, তারা দীর্ঘদিন ধরে গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, ইয়াবা, ফেন্সিডিলসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করে আসছিল। গ্রেফতারকৃত আসামিদের দুর্গাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে আজ মঙ্গলবার সকালে জেল হাজতে পাঠানো হয় ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button