রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে গেটে এক ছাত্রীর শিক্ষকের উপর আক্রমণ

মোঃ তানজিলুল ইসলাম লাইক
রাজশাহী জেলা প্রতিনিধিঃ
রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের গেটে একজন শিক্ষকের গলায় ছু*রি চালানোর চেষ্টা করেছে এক ছাত্রী।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। তবে কেন ওই ছাত্রী হঠাৎ এমন ঘটনা ঘটিয়েছে, তা জানা না গেলেও একটি সূত্র বলেছে, আগে ক্যান্টনমেন্ট স্কুলেরই ছাত্রী ছিল সে। কর্তৃপক্ষ তাকে ছাড়পত্র দিয়েছে।
এ কারণে সে ক্ষুব্ধ ছিলো। তবে যানা যায় সপ্তম শ্রেণির ছাত্রী সে, তাকে বোয়ালিয়া মডেল থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হঠাৎ ওই ছাত্রী ব্যাগ থেকে ছু*রি বের করে শিক্ষকের দিকে ঝাঁপিয়ে পড়ে। শিক্ষকের গলায় ছু*রি ধরলে তিনি প্রতিরোধ করার চেষ্টা করেন।
এতে তার হাতে ও গলায় জখম হয়। রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসা নিয়ে ওই শিক্ষক বাসায় চলে যান।
এ ঘটনার পর স্কুলের সামনে শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা চিৎকার ও দৌড়াদৌড়ি শুরু করলে স্কুল ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি হয়।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র গাজিউর রহমান গণমাধ্যমকে জানান, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তবে এ নিয়ে থানায় এখনো কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্কুল সূত্রে জানা গেছে, স্কুলের শৃংখলা ভঙ্গের দায়ে ২০২৩ সালে টিসি দিয়ে ওই ছাত্রীকে স্কুল থেকে বের করে দেয়। তার বিরুদ্ধে অভিযোগ- তার এক আত্মীয়র সহায়তায় স্কুলের একজন শিক্ষকের নম্বর ক্লোন করে শিক্ষকদের বিভিন্ন আজেবাজে মেসেজ, ছবি ও ভিডিও পাঠাতো।
এ বিষয়টির জন্য প্রতিষ্ঠান সাইবার টিমের সহায়তা নেয়। পরে মেয়েটি ধরা পড়ে যায় । সে সময় মেয়েটি স্বীকারও করে। এর পর তাকে টিসি দিয়ে স্কুল থেকে বের করে দেওয়া হয়। এ ক্ষোভ থেকে তিনি এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।