সারাদেশ
অপারেশন ডেভিল হান্ট: বরিশালে গ্রেফতার ১৬

অপারেশন ডেভিল হান্টে বরিশাল জেলায় ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিনভর বরিশাল নগরী ও জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল জেলা পুলিশ সুপার শরিফ উদ্দিন ও বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
গ্রেফতার সবাই আওয়ামী লীগের নেতাকর্মী ও তাদের বিরুদ্ধে মামলা রয়েছে।
পুলিশ সুপার বলেন, দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের অপারেশন ডেভিল হান্ট চলমান রয়েছে। মঙ্গলবার বরিশাল জেলা থেকে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।
একই সময়ে বরিশাল নগরী থেকে পাঁচজনকে গ্রেফতারের তথ্য জানিয়েছেন ওসি মিজানুর।
এছাড়া বিকালে নগরীর রসুলপুর কলোনিতে অস্ত্র উদ্ধারে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। এ সময় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী উজ্জ্বলকে আটক করা হয়েছে।