বিনোদন খবর

শাকিবকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মার্কিন অভিনেত্রী

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের জন্মদিন আজ বৃহস্পতিবার (২৮ মার্চ)। দুই দশকেরও বেশি সময় ধরে দর্শকদের মন জয় বর্তমানে ঢালিউড ইন্ডাস্ট্রির শীর্ষ নায়কের স্থান দখল করেছেন তিনি। 

জন্মদিনের প্রথম প্রহর থেকেই ভক্ত ও সহকর্মীদের শুভেচ্ছাবার্তায় ভাসছেন এই নায়ক। শাকিবকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তার আসন্ন সিনেমা ‘রাজকুমার’-এর মার্কিন নায়িকা কোর্টনি কফি।

যুক্তরাষ্ট্রে নায়কের সঙ্গে শুটিংসেটে তোলা একটি ছবি প্রকাশ করে লিখেছেন, শুভ জন্মদিন আমার রাজকুমার, সহ-অভিনেতা শাকিব খান। এটা আমাদের প্রচণ্ড ঠান্ডায় শুটিংসেটে তোলা একটি ছবি।

শাকিব ভক্তরাও কফির সেই পোস্টের কমেন্টবক্সে নানা মন্তব্য করে প্রিয় তারকাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। একইসঙ্গে দুজনকে পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন, সেটাও জানিয়েছেন।

উল্লেখ্য, শাকিব খানের প্রকৃত নাম মাসুদ রানা। তার বাবা ছিলেন একজন সরকারি চাকরিজীবী ও মা গৃহিণী। এক ভাই ও এক বোন। তার শৈশব কেটেছে নারায়ণগঞ্জে। ১৯৯৯ সালে নির্মাতা সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অনন্ত ভালোবাসা’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে রূপালি জগতে পা রাখেন শাকিব খান। তবে, দর্শকের মনে ‘কিং খান’ হিসেবে রাজত্ব পান ২০০৭ সাল থেকে।

শাকিব খান তার দক্ষ অভিনয়গুণে এখন পর্যন্ত চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। শাকিব খানের জনপ্রিয়তা এখন শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই, দক্ষ অভিনয়শৈলী দিয়ে টালিউড, বলিউডেও দর্শকের মনে জায়গা করে নিয়েছেন সুপারস্টার।

শাকিব খানের উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে- স্বপ্নের বাসর, মুখোশধারী, ও প্রিয়া তুমি কোথায়, প্রাণের মানুষ, সাহসী মানুষ চাই, জানের জান, অনন্ত ভালোবাসা, ঠেকাও মাস্তান, বস্তির রানী সুরিয়া, খুনি শিকদার, সুভা, বাঁধা, পিতার আসন, ডাক্তার বাড়ি, আমার প্রাণের স্বামী, তুই যদি আমার হইতি রে, ১ টাকার বউ, প্রিয়া আমার প্রিয়া, মাই নেম ইজ সুলতান, ডেয়ারিং লাভার, দুই পৃথিবী, আমার স্বপ্ন তুমি, সিটি টেরর প্রভৃতি।

সবশেষ আরশাদ আদনান প্রযোজিত ও হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ সিনেমার মধ্য দিয়ে একের পর এক রেকর্ড ব্রেক করেছেন এ অভিনেতা। এতে কেন্দ্রীয় চরিত্র অভিনয় করেছেন শাকিব খান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button