রাজশাহীতে ডক্টরস ইংলিশ’ নামের একটি প্রতিষ্ঠান থেকে, অস্ত্র-বিস্ফোরক উদ্ধার

মোঃ তানজিলুল ইসলাম লাইক
রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীতে আবারও আলোচনায় এলেন অনিন্দ্য। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, সাবেক মেয়রের আপন চাচাতো ভাই এবং শফিউল আলম লাটকুর ছেলে। বর্তমানে তিনি ‘ডক্টর ইংলিশ’ নামের একটি প্রতিষ্ঠান পরিচালনা করছিলেন।
উল্লেখ্য, অনিন্দ্য এর আগে জঙ্গি সন্দেহে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায়ও একবার গ্রেপ্তার হয়েছিলেন।
আজকের অভিযানে তার প্রতিষ্ঠান ‘ডক্টরস ইংলিশ’ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে। এবং ফয়সাল নামের একজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে—
বিদেশি এয়ার গান: ২টি
রিভলবার: ১টি
দেশীয় অস্ত্র: ৬টি
জিপিএস: ১টি
ওয়াকিটকি: ৪টি
বাইনোকুলার: ১টি
বিস্ফোরক তৈরির সরঞ্জাম
পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র
মনিটর: ৬টি, কম্পিউটার: ৩টি, স্ক্যানার: ৩টি
মদের বোতল: ৩৫টি