জাতীয়

ইউ’পি ছাত্রদলের সাবেক সহসভাপতি পেলেন, ইউনিভার্সিটি সভাপতির পদ

মোঃতানজিলুল ইসলাম লাইক

রাজশাহী প্রতিনিধিঃ

২৪শের গণঅভ্যুত্থানের সামনের সারির নেতৃত্ব দেওয়ার নাম পারভেজ রানা। রাজশাহীর নর্থ  বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষার্থী, ছাত্র আন্দোলনের শুরু থেকে রাজশাহীতে বৈষম্য বিরোধী আন্দোলনে সামনের সারিতে যুক্ত হন, নেতৃত্ব দেন আন্দোলনে।

গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ জাতীয়বাদীদল বিএনপি সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়বাদীদল ছাত্রদলের রাজশাহী নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউভার্সিটির সভাপতি পদ পেয়েছেন তরুন উদীয়মান প্রজন্মের একজন পারভেজ রানা। এছাড়া তিনি বাগমারা উপজেলার ১৩ নং গোয়ালকান্দি ইউনিয়নের সাবেক ছাত্রদলের সহসভাপতি হিসাবে দীর্ঘদিন কাজ করে আসছেন।

গত ১৪ তারিখ বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাসিরের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে রাজশাহীর নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল  ইউনিভার্সিটি ছাত্রদলের পারভেজ রানা সভাপতি ও সাধারণ সম্পাদক মিঠুন ইসলাম কে উল্লেখ করে ১০ জন বিশিষ্ট আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি কমিটি গঠনের জন্য নির্দেশনা প্রদান করা হয়।

এই বিষয়ে পারভেজ রানা বলেন, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের কমিটি  ঘোষণা করায় এবং আমাকে সভাপতি হিসেবেদায়িত্ব প্রদান করায় ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব, তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি, রাকিবুল ইসলাম রাকিব ভাই, সাধারণ সম্পাদক,নাসির উদ্দিন নাসির ভাইকে আন্তরিক ধন্যবাদ। কৃতজ্ঞতা প্রকাশ করছি রাজশাহী বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত টিম মাকসুদুর রহমান সুমিত ভাই, সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, ভাই, ফারহান মো:আরিফুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক,বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এবং কাইয়ুম উল হাসান ভাই যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।

তিনি আরও বলেন, আমি দীর্ঘ নয় বছর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত। এবং আমার পরিবার দীর্ঘদিন থেকে জাতীয়তাবাদী পরিবারের সাথে যুক্ত। বিগত জুলাই আন্দোলনে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে সামনের সারিতে থেকে নেতৃত্ব প্রদান করেছি। দেশ এবং জাতীয়তাবাদী দলের  প্রতি ভালোবাসা আমার পরিবার থেকে আমার বেড়ে ওঠার সাথে জড়িত বলা যেতে পারে রক্তের সম্পর্ক।

ইনশাআল্লাহ আমার প্রতি অর্পিত এই মহান দায়িত্ব ঈমানের সাথে পালন করার চেষ্টা করব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button