পরকীয়ায় জড়িয়ে প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও পুলিশের এএসআই

জরুরী কাজে থানায় গিয়েছিলেন প্রবাসীর স্ত্রী। সেখান থেকে পরিচয় পুলিশের সহকারী উপ-পরিদর্শক শাকিল আহমেদের। এক সময় তা রূপ নেয় পরকীয়ায়। এরপর ওই প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
মঙ্গলবার রাতে পাবনার চাটমোহরে এ ঘটনা ঘটে। শুক্রবার (১৫ আগস্ট) সকালে বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় তোলপাড় শুরু হয়েছে।
অভিযুক্ত শাকিল আহমেদ চাটমোহর থানার এএসআই ও সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাসিন্দা এবং তিন সন্তানের বাবা।
থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গুনাইগাছা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের সৌদি প্রবাসী শহিদুল ইসলামের স্ত্রী মাসুরা খাতুন কয়েক মাস আগে থানায় একটি কাজে আসেন। তখন থেকে এএসআই শাকিল আহমেদের সঙ্গে তার পরিচয় হয়। এই সূত্র ধরে দুজন পরকীয়ায় জড়িয়ে পড়েন দুজন।
সম্প্রতি মাসুরা খাতুন শ্বশুরবাড়ি ছেড়ে থানার পেছনে চৌধুরীপাড়ায় একটি বাসায় ভাড়া থাকতে শুরু করেন। সেখানে নিয়মিত শাকিল আহমেদের যাতায়াত ছিল। মঙ্গলবার কুষ্টিয়ার একটি আদালতে সাক্ষ্য দেওয়ার কথা বলে থানা থেকে বের হন শাকিল আহমেদ। এরপর থেকে মাসুরা খাতুনকেও খুঁজে পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার শাকিল আহমেদের থানায় ফেরার কথা থাকলেও শুক্রবার পর্যন্ত ফেরেননি তিনি।