
পাবনার ঈশ্বরদীতে বিদেশি পিস্তলসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ আগষ্ট) দিবাগত রাত দেড়টার দিকে ঈশ্বরদী পৌরসভার নারিচা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- পৌরসভার ভুতের গাড়ি এলাকার আকরাম হোসেনের ছেলে মো. শাহান (২৩) ও একই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে রিয়াদ হোসেন (২১)।
ঈশ্বরদী পৌর (আমবাগান) পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন জানান, আমরা ভুতেরগাড়ি টু বকুলের মোড় সড়কের নারিচা এলাকায় চেকপোস্ট করছিলাম। এ সময় মোটরসাইকেল যোগে দুই যুবক বকুলের মোড়ের দিকে যাওয়ার পথে তাদের থামানো হয়। পরে তাদের দেহ তল্লাশি করে একজনের কোমরের বেল্টে আটকানো অবস্থায় একটি পিস্তল দেখতে পেয়ে তাদের আটক করা হয়। পরে তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন, চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পিস্তলটি মোটরসাইকেলের চালক শাহানের কাছে গুলি লোডেড অবস্থায় ছিল বলে জানান তিনি।
ঈশ্বরদী থানার (ওসি) তদন্ত মনিরুল ইসলাম বলেন,আমরা সার্বক্ষণিক মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিতে তৎপর রয়েছি, কাজ করছি। গেল রাতে চেকপোস্ট ডিউটি করাকালীন দুই যুবককে অস্ত্র-গুলিসহ আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।