খালার সঙ্গে ড: ইউনূসের বিরোধে ক্ষতিটা হলো আমার’–গার্ডিয়ানকে টিউলিপ

যুক্তরাজ্যের এমপি ও সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক বলেছেন, ‘সত্যি কথাটা হলো, মুহাম্মদ ইউনূস ও আমার খালার (শেখ হাসিনা) মধ্যে বিরোধের কারণে আমি ক্ষতিগ্রস্ত। বৃহত্তর শক্তির বিরুদ্ধে আমি লড়াই করছি। বাংলাদেশে যে অন্যায় হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। এবং এর জন্য তাদের শাস্তি পাওয়া উচিত। কিন্তু আমি তাদের কেউ নই।’
ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন টিউলিপ সিদ্দিক। গতবছর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিক। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ ও মামলার শুনানির বিষয়ে গার্ডিয়ানের সঙ্গে কথা বলেন ৪২ বছর বয়সী এই ব্রিটিশ রাজনীতিবিদ।
টিউলিপের দাবি, আদালতে হাজির হওয়ার আনুষ্ঠানিক সমন পাননি তিনি। তাঁর বিরুদ্ধে কী কী অভিযোগ আনা হয়েছে–তা তিনি এখনো জানেন না।
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা তথ্যটি মাত্র সপ্তাহখানেক আগে আইনজীবীর মারফতে জেনেছেন বলে দাবি করেন টিউটিপ। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি তাঁর খালা শেখ হাসিনার সঙ্গে যোগসাজশে প্রভাব খাঁটিয়ে ঢাকার পূর্বাচলে তাঁর মা, ভাই ও বোনের জন্য প্লট নিয়েছেন। বরাবরের মতোই গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, এসব অভিযোগ পুরোপুরি অবাস্তব।