সারাদেশ
বেনাপোলে পি’স্ত’লস’হ অ’স্ত্র বিক্রেতা আটক

বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে বিদেশি একটি পিস্তল, দুটি ম্যাগজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ আকতারুল ইসলাম (৪০) নামে এক অস্ত্র বিক্রেতাকে আটক করেছে বিজিবি। তিনি বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আতিয়ার রহমান বাবুর ছেলে।
পুটখালী বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার সলিমুল্লাহ বলেন, পুটখালী বিওপির একটি টহল দল বাংলাদেশ সীমান্তের পুটখালী উত্তরপাড়া থেকে ইতালির তৈরি একটি পিস্তল, দুটি ম্যাগজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ আক্তারুল ইসলামকে আটক করেছে। তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।