আন্তর্জাতিক

কাশ্মীরে আবারও হামলার শঙ্কা, ৪৮ রিসোর্ট বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক, উদন্ত টিভি

আবারও জঙ্গি হামলার আশঙ্কায় জম্মু ও কাশ্মীরের ৪৮টি রিসোর্ট বন্ধ করে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার স্থানীয় কর্তৃপক্ষ এ ঘোষণা দেয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে এনডটিভি।

প্রতিবেদন বলছ, ঝুঁকি এড়াতে কাশ্মীরের পেহেলগামে মোট ৮৭টি রিসোর্টের মধ্যে ৪৮টিই সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। নিরাপত্তা উদ্বেগের মধ্যে এই প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ছাড়া বুদগামের দুধপত্রি এবং অনন্তনাগের ভেরিনাগের মতো বেশ কয়েকটি পর্যটন স্থানও পর্যটকদের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

গত ২২ এপ্রিল কাশ্মীরের অনন্তনাগের পেহেলগামের বৈসরন উপত্যকায় জঙ্গিদের গুলিতে প্রাণ হারান ২৬ পর্যটক। এর পর কাশ্মীরজুড়ে পুরোদমে শুরু হয়েছে সন্ত্রাসবিরোধী অভিযান।

প্রতিবেদন বলছে, জঙ্গি হামলার আশঙ্কা কমেনি। বরং গোয়েন্দা সূত্রে খবর, আবারও হামলার ছক কষছে জঙ্গিরা। বিভিন্ন গোয়েন্দা সংস্থা জানিয়েছে, গত কয়েক দিনে জম্মু ও কাশ্মীরের নানা প্রান্তে জঙ্গিদের একাধিক ‘স্লিপার সেল’ সক্রিয় হয়েছে। শিগগিরই আবারও কোনো জনপ্রিয় পর্যটনকেন্দ্রে হামলা চালাতে পারে তারা।

এমন আশঙ্কাতেই মঙ্গলবার থেকে বন্ধ করে দেওয়া হলো ৪৮টি রিসোর্ট। এগুলোর মধ্যে কোনো কোনো স্থানে পুরোদমে শুরু হয়েছে সন্ত্রাসবিরোধী অভিযান। মঙ্গলবার থেকে বন্ধ রয়েছে ইউসমার্গ, তৌসিময়দান, দুধপাথরি, আহরবাল, কাউসারনাগ, বাঙ্গুস, চান্দিগাম, উলার, রামপোরা প্রভৃতি এলাকা।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button