আন্তর্জাতিক

ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল

উদন্ত ডেস্ক

তাপমাত্রা বৃদ্ধি এবং তীব্র বাতাসের কারণে ব্যাপক দাবানল ছড়িয়ে পড়েছে মধ্য ইসরায়েলের বেশ কয়েকটি শহরে। এরই মধ্যে গতকাল বুধবার সেসব এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এ ছাড়া বেইত শেমেশ এলাকায় আগুন লাগার কারণে পুলিশ মধ্য ইসরায়েল থেকে জেরুজালেমে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ট্র্যাফিক রুট ৩৮ বন্ধ করে দিয়েছে এবং এশতাওল, বেইত মেইর ও মেসিলাত জিওন শহর থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে।

সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি বলছে, আগুন প্রথমে মধ্য ইসরায়েলের মোশাভ তারুমের কাছে শুরু হয় এবং অত্যধিক তাপমাত্রা ও তীব্র বাতাসের কারণে তা ছড়িয়ে পড়ে। ইসরায়েলের জাতীয় অগ্নিনির্বাপণ ও উদ্ধার কর্তৃপক্ষ জানিয়েছে, ১১টি অগ্নিনির্বাপক বিমান এবং সারা দেশ থেকে ১০০ জনের বেশি কর্মী জেরুজালেম পাহাড়ের এশতাওল এলাকায় আগুন নেভানোর কাজে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন।সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ফুটেজে রেহোভট শহরের কাছে মহাসড়ক ধরে হেঁটে যাওয়া লোকজনের ভিড় দেখা গেছে। এলাকাটি ঘন ধোয়ায় ঘেরা। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, জেরুজালেম পাহাড়ে আগুন নেভানোর সময় তিনজন অগ্নিনির্বাপণ কর্মী আহত হয়েছেন।

ইসরায়েলি পুলিশ একটি বিবৃতিতে জানিয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এশতাওলের অগ্নিনির্বাপণ কমান্ড সেন্টারে পরিস্থিতি মূল্যায়ন করেছেন। পুলিশ কমিশনার ড্যানিয়েল লেভি এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভিরও এতে যোগ দিয়েছেন। তারা আমেরিকা থেকে ফোনে অংশ নিয়েছেন। পুলিশের বিবৃতিতে কমিশনারের নির্দেশের বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে। এতে বলা হয়, রাতের অভিযানের জন্য বাহিনী প্রস্তুত রাখা উচিত। এ ছাড়া হাইওয়ে ও শহরের পুলিশ বিমান ইউনিটসহ সব ব্যবস্থা ব্যবহার করে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

 

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button